খুলনা বিভাগের খবরাখবর
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় মারা গেছেন ৫ জন। এ সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। এদিকে খুলনায় চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। তবে লকডাউনের ষষ্ঠ দিন খুলনায় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যায়।
এদিকে একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বিজ্ঞাপন
অন্যদিকে পাইকগাছা উপজেলা সদররের শিশু রোগী মৃত্যুর ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালা করার পর এবার পাইকগাছা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন। ক্লিনিকের লাইসেন্স নবায়ন, চিকিৎসক ও নার্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে কপিলমুনির স্বপ্ননীল ক্লিনিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে রোববার (২৭ জুন) দুপুরে করোনাভাইরাস রোধে দ্রুত পর্যাপ্ত টিকা সরকারি খরচে প্রদান, মৃত্যুর হার বৃদ্ধিতে এবং উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় সরকারের করণীয় পাঁচ দফা সুপারিশ খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিজ্ঞাপন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে পেশাগত কারণে অসুস্থ, আহত, দুর্ঘটনায় মৃত এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের উচ্চশিক্ষা সহায়তা হিসেবে ১১ জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে ৪ লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়। রোববার (২৭ জুন) খুলনা বিভাগীয় শ্রম দফতরের সম্মেলনকক্ষে শ্রম দফতরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান এসব চেক বিতরণ করেন।
যশোর প্রতিনিধি জাহিদ হাসান জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৫ জন। শনাক্তের হার ৪৯ দশমিক ৬৩ শতাংশ। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। করোনা সংক্রমণ বিধিনিষেধ কার্যকরে সড়কে ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া বিপণিবিতান, দোকান খুলতে দেওয়া হয়নি। চলছে না গণপরিবহন। তবে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা কার্যালয় চালু আছে।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার মালঞ্চী এলাকায় মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে যশোরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রোকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে বন্ধু মাশরাফি কাছ থেকে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে নামছেন ক্রিকেটার সৈয়দ রাসেল। ছাত্রাবস্থায় ঝিকরগাছা কলেজ ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ছিলেন তিনি। ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে রাজনীতিতে কী লক্ষ্য, সেটা এখনো ঠিক করেননি বলে জানিয়েছেন সৈয়দ রাসেল।
কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ না কমায় কুষ্টিয়া জেলায় চলছে এক সপ্তাহের লকডাউন। কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিধিনিষেধ প্রতিপালনে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। মানুষকে সচেতন করতে মাঠে নেমে কাজ করা হচ্ছে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ জানান, বাগেরহাটে এক দিনে করোনায় রেকর্ড মৃত্যু ও শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৭ জন করোনা শনাক্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে বাগেরহাটে এক দিনে এত মৃত্যু ও আক্রান্ত হয়নি।
এদিকে বাগেরহাটে চলছে লকডাউনের চতুর্থ দিন। লকডাউনে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গত ৩ দিনে ১৬৩ জনকে ৯৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার ১৪০টি পরিবারকে জরুরি খাদ্য উপহার দিয়েছেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার যুব সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম।
মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এ বাজেটে আয় ধরা হয়েছে ১৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের সমান। রোববার (২৭ জুন) সকালে স্থানীয় একটি হোটেলে একটি সভায় বাজেট ঘোষণা করেন মেয়র।
চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক জানান, পূর্বশত্রুতার জেরে ইমন রহমান (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার (২৭ জুন) সন্ধ্যার আগে শহরের ইসলামী হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করেন। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ও ভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (২৭ জুন) সকালে আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আম বাগানী ও ব্যবসায়ীরা। সদর উপজেলার কাশিপুর গ্রামে আম-বাগানের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে ওই এলাকার শতাধিক আমচাষি ও ব্যবসায়ী অংশ নেন। তারা আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহনসুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এদিকে রোববার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহেলকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ ইজিবাইক চালককে জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে চাল ও নগদ টাকা বিতরণ করেছে জেলা প্রশাসন। তাদের ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
মেহেরপুর সংবাদদাতা জানান, মেহেরপুরে করোনায় ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের টাকা না পেয়ে স্কুলছাত্র আবির হোসেনকে (১২) অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে সে নানার বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি বজলুর রহমান।
মাগুরা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় মাগুরায় এক দিনে ৩৩ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে যা ৫৯ শতাংশ।
এ ছাড়া পৌর মিলনায়তনে আগামী অর্থবছরের জন্য মাগুরা পৌরসভার ১৪৬ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। রোববার (২৭ জুন) পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
নড়াইল সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের করোনা শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন কালিয়া উপজেলার ও একজন লোহাগড়া উপজেলার। করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৫ শতাংশ। স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত জেলায় ৩১টি মামলায় ৩৬ জনকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোহাম্মদ মিলন/এনএ