গাঁজা সেবনের সময় উপজেলা চেয়ারম্যানপুত্র আটক
আটক আসিফ মোহাম্মদ জাকিউল আমিন
রংপুরে গাঁজা সেবনের সময় আসিফ মোহাম্মদ জাকিউল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে। আসিফ মোহাম্মদ জাকিউল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
বিজ্ঞাপন
তিনি জানান, রোববার রাতে নগরের খটখটিয়া এলাকায় গাঁজা সেবনের সময় আসিফ মোহাম্মদ জাকিউল আমিনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে দুপুরে তাকে মেট্রোপলিটন আমলি আদালতে (পরশুরাম) আদালতে পাঠানো হয়েছে।
মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পরশুরাম থানা পুলিশ সজাগ রয়েছে উল্লেখ করে ওসি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর