নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিতে বললেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

আব্দুল কাদের মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতি থেকে অপরাজনীতির হোতাদের সরিয়ে দেওয়া হোক। বিশেষ করে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সরিয়ে ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া উচিত। 

কাদের মির্জা আরও বলেন, আমি কোনো পদে থাকতে চাই না। যদি কখনো কোনো পদ আমাকে দেওয়া হয় সেটা আমি নেব না। আমি আর কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। যদি কোনো পদে অংশগ্রহণ করি তাহলে আমার যেন মরণ হয়।

তিনি বলেন, আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। কিন্তু ইমার্জেন্সিতে কোনো ডাক্তার পাইনি। একটি শিশু হাসপাতালে কাতরাচ্ছিল, কেউ তাকে চিকিৎসা দেইনি। এই কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়ার ঘাটতি রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম ঢাকা পোস্টকে বলেন,  সকাল থেকে ইমার্জেন্সিতে ডাক্তার না থাকার বিষয়টা আমি জানি না। খোঁজ নিচ্ছি। আপনি আমাকে পরে ফোন দিয়েন, তখন বিস্তারিত বলব।

হাসিব আল আমিন/এসপি