সোনারগাঁয়ে ছিনতাই করে আসছিল কিশোর গ্যাং
তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কিশোররা হলো পৌরসভার ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লা ছেলে ইসমাইল, একই এলাকার মো. রমজান প্রধানের ছেলে ইমন (১৮), মো. সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল মিয়া, নাছির মোল্লার ছেলে অপু, ডন মিয়া গাজীর ছেলে শাওন ও চিলারবাগ গ্রামের আবদুল বাতেন গাজীর ছেলে রুবেল হোসেন।
বিজ্ঞাপন
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, উপজেলার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশে মানুষের কাছ থেকে ও গাড়ি থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে অনেক অভিযোগ রয়েছে থানায়। তাদের আটকের পর ছিনতাই প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/এনএ