নারায়ণগঞ্জে বরখাস্ত এসআইসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পুলিশের বরখাস্ত হওয়া এসআইসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
এর আগে রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মো. জাবেদ বেপারী (৩৮), মো. হেলাল উদ্দিন (৪৪), মো. সাইফুল (২২) ও দিলীপ চন্দ্র রায়কে (২২) আটক করা হয়। আটকদের মধ্যে হেলাল উদ্দিন পুলিশের বরখাস্ত হওয়া এসআই বলে জানিয়েছে র্যাব। ২০১৯ সালের ২৩ জুন ৮ হাজার পিস ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ে গ্রেফতার হওয়ার পর তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আটকরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জের মাদকের ডিলার জাবেদ বেপারীর কাছে সরাবরাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এসে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মাদকের ডিলার জাবেদ বেপারীর কাছে সরবরাহকালে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার, মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
রাজু আহমেদ/আরএআর