বরিশাল নগরীর পলাশপুর থেকে রুহুল আমিন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে কাজির গোরস্থান এলাকায় দাফনচেষ্টার সময় তার লাশ উদ্ধার করে পুলিশ। রুহুল আমিন পলাশপুর এলাকার ১৭ নম্বর গলির বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। কাউনিয়া ওসি আজিমুল করিম জানান, যুবকের মুত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা গ্রহণে ৮৭ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘লিংকার ইন বরিশাল ইউনিভার্সিটি’ গ্রুপে চালানো জরিপে ২৪ ঘণ্টায় এই তথ্য পাওয়া গেছে। তবে ১২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা গ্রহণের বিপক্ষে মতামত দেন।

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিনজন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৩০১ জনের। ওদিকে নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৯৯।

বরিশালে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ডিবিসি টেলিভিশনের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে দেখতে হাসপাতালে যান রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বিকেলে নগরীর বান্দ রোডের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিককে দেখতে যান তিনি। অপূর্ব অপু বৃহস্পতিবার (২৪ জুন) তার পিসির মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। কাটাখালী নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।

গৌরনদী উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে জয়ন্তি মজুমদার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে মাহিলাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা জগদিশ চন্দ্র মজুমদারের মেয়ে। কলেজে না যাওয়ায় বাবার ভর্ৎসনায় অভিমান করে রোববার (২৭ জুন) রাতে আত্মহত্যা করে জয়ন্তি।

উজিরপুর উপজেলায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক জমাদ্দারকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুন) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া উপজেলায় মোবাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আত্মহত্যাচেষ্টাকারী দশম শ্রেণির ছাত্রী দিবা সরকার (১৫) সোমবার সকালে মৃত্যুবরণ করে। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যায় দিবা। মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী মোবাইলে ওই তাকে উত্ত্যক্ত করায় শনিবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে দিবা।

এ ছাড়া আগৈলঝাড়া থানা পুলিশ ১৩ পিস ইয়াবাসহ জাকির সরদার, বাচ্চু খান এবং ২০০ গ্রাম গাঁজাসহ শাহ আলম বয়াতীকে আটক করেছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

অন্যদিকে আগৈলঝাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন চেংগুটিয়া যুব সমাজ দুর্ঘটনায় পা হারানো দিনমজুর সুরুজ আলীর চিকিৎসায় ১০ হাজার টাকা সহযোগিতা করেছে। সুরুজ আলী সরদার ১০ বছর আগে ঢাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মকভাবে দুটি পায়ে আঘাতপ্রাপ্ত হন।

আগৈলঝাড়ায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম অভিযান চালিয়েছেন। এ সময় লোকজনকে প্রাথমিক পর্যায় সচেতন করাসহ মাস্ক বিতরণ করেন তিনি।

পটুয়াখালী প্রতিনিধি জানান, বাউফলে উপজেলায় প্রেমের সম্পর্কের ঘটনার সালিস বৈঠকে কিশোরীকে জোর করে বিয়ে করা, তালাক দেওয়া, প্রেমিক যুবককে মারধর এবং প্রেমিক যুবক ও কিশোরীকে বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় অভিযুক্ত কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ ৬ জনের নামে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলি আদালতে মামলা করা হয়েছে। সোমবার (২৮ জুন) যুবক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ মো. আল ইমরান বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম খান বাদল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সোমবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

অপর দিকে করোনাভাইরাস কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে মানুষ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। সোমবার সকাল থেকে পটুয়াখালী জেলার সব স্থানে পুলিশের সরব থাকতে দেখা গেছে। 

ভোলা সংবাদদাতা জানান, জেলার চরফ্যাশনে বেতুয়া ঘাটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. স্বপন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আরিফ (১৬) ও রাকিব (১৭) নামের আরো দুই কিশোর। তারা চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার ২০৭ টাকা বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মো. মোরশেদ। সোমবার দুপুরে চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।

জেলার লালমোহন উপজেলার উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফাতেমাবাদ এলাকায় ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে ফোন করায় সন্ত্রাসী হামালার শিকার হয়েছেন মো. ফারুক নামের এক ভুক্তভোগী। এক প্রতিবেশী তার জন্য ৩৩৩-এ খাদ্যসহায়তা চেয়ে ফোন করেন। পরে ফারুককে ত্রাণ দেওয়া হবে বললে ইউনিয়ন পরিষদে গেলে ত্রাণ না পেয়ে ফিরে আসার পথে মারধর করা হয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার স্বরূপকাঠি উপজেলায় ২৪ ঘণ্টায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে।

ইন্দুরকানীতে কুয়েতপ্রবাসী দুই সহোদরকে পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের পুত্রসহ তার দলীয় লোকজনের বিরুদ্ধে। পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পত্তাশী গ্রামের আনিচ আলী হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার রাত ৮টার দিকে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

মঠবাড়িয়া থানা পুলিশ দুপুরে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইব্রাহীম বেপারী (২০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। ইব্রাহীম উপজলোর বড়মাছুয়া গ্রামের আবু হানিফ বেপারীর ছেলে। রোববার রাতে চালের পোকা নিধনের ট্যাবলটে খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি জানান, সরকারের নির্দেশ মানাতে সকাল থেকে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করছেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেই রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ।

সৈয়দ মেহেদী হাসান/এনএ