ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। জেলার এক দিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন ১০৩ জন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আটজনের। এই মৃত্যুর সংখ্যা আমাদের জেলার এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

তিনি আরও বলেন, নমুনাগুলো দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব, ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট এবং সদর-উপজেলা হাসপাতা থেকে পাওয়া অ্যান্টিজেন পরীক্ষার প্রতিবেদন সমন্বয় করে মোট শনাক্তের সংখ্যা ১০৩ জনে দাঁড়ায়।

এরমধ্যে সদর উপজেলায় ৯৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০, রানীশংকৈল উপজেলায় ৩৬ জন, হরিপুর উপজেলায় ৯ ও পীরগঞ্জ উপজেলায় ২২ জন রয়েছেন।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ ও মৃত্যু ৮১ জনের।

নাহিদ রেজা/এমএসআর