প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রিকশাসহ যাত্রী উধাও
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন রাজশাহীর অটোরিকশা চালক মো. শামীম। রিকশায় বসিয়ে রেখে গিয়েছিলেন তিন যাত্রী। ফিরে এসে দেখেন, রিকশা নিয়ে উধাও যাত্রীরা। সোমবার (২৮ জুন) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকার এ ঘটনায় পুলিশের জালে আটকা পড়েছেন রিফাত শেখ শিহাব (২০) নামের এক যুবক। শিহাব নগরীর পঞ্চবটি খড়বনা এলাকার রফিক শেখের ছেলে।
মঙ্গলবার (২৯ জুন) ভোররাতে রাবির চারুকারু কলা বিভাগের সামনে থেকে ওই রিকশাসহ শিহাবকে আটক করে নগরীর মতিহার থানা পুলিশ। চালক শামীমের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেলে নগরীর তালাইমারি মোড় থেকে তিনজন যাত্রী নিয়ে নতুন বুধপাড়ার উদ্দেশ্যে রওনা হন ব্যাটারিচালিত রিকশাচালক শামীম। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাবির গণকবরের দক্ষিণে সফেদা বাগানে যান তিনি। যাওয়ার সময় তার রিকশায় ওই তিন যাত্রী ছিলেন। ফিরে এসে তালা দিয়ে রেখে যাওয়া রিকশাটি আর পাননি শামীম। সন্ধান পাননি তিন যাত্রীরও। পরে তিনি মতিহার থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এরপরই এসআই শাহাবুল ইসলামের নেতৃত্বে জড়িতদের ধরতে অভিযানে নামেন একদল পুলিশ সদস্য।
বিজ্ঞাপন
পরে মঙ্গলবার ভোররাতে নগরীর মেহেরচন্ডী এলাকার চারুকারু কলা বিভাগের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রিফাত শেখ শিহাবকে। তার কাছে পাওয়া যায় রিকশাটি। এ ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস/জেএস