গৃহহীন বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দিল সেনাবাহিনী
চাঁপাইনবাবগঞ্জে গৃহহীন অবসরপ্রাপ্ত এক সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০ জুন) বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলামকে সেই বাড়ি বুঝিয়ে দিয়েছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার।
বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের আবাসিক প্রকল্পের আওতায় নাচোল উপজেলার মোমিনপুর গ্রামে ৪ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ২ রুম বিশিষ্ট রান্না-ঘর, টয়লেট, টিউবওয়েলসহ নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে ওই বীর মুক্তিযোদ্ধাকে।
বিজ্ঞাপন
এসময় বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম জানান, আমি কখনও ভাবিনি যে এ বয়সে এসে বাড়ি উপহার পাব। খুবই ভালো লাগছে, অবসর নেয়ার পর জীবনের শেষ বয়সে এসে একটি বাড়ি উপহার পাওয়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার জানান, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে রাষ্ট্রগঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্তমানবতার সেবায় দেশের জন্য কাজ করছে সেবাবাহিনী। গৃহহীন অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনী একটি বাড়ি উপহার দিতে পারায় খুব ভালো লাগছে। আগামীতেও ধারাবাহিকভাবে গৃহহীন সৈনিকদের বাড়ি উপহার দেয়া হবে বলেও জানান তিনি।
বাড়ি হস্তান্তরের সময় নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. তারেক রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কমকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/এমএএস