রাজশাহীতে কৃষি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
রাজশাহীর পুঠিয়ায় খাদিজা আক্তার (৪৫) নামের এক কৃষি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে জেলার জিওপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত খাদিজা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের শিতলাই ব্লকে কর্মরত ছিলেন। তার বাবার নাম আবদুল কাদের।
বিজ্ঞাপন
তার পরিবারের অভিযোগ, তিন সন্তানের জননী খাদিজা আক্তার প্রায় স্বামীর নির্যাতনের শিকার হতেন। যৌতুক দাবিতে এই ঘটনা ঘটাতেন তার স্বামী আবদুল ওয়াহাব। এরপর সকালেই আবদুল ওয়াহাবকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় খাদিজা আক্তারের। স্বামীর পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ পৌঁছার আগেও মরদেহ নামিয়ে নেন স্বজনরা।
বিজ্ঞাপন
ওসি সোহরাওয়ার্দী হোসেন আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সকালেই রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর