শেরপুরের ঝিনাগাতী উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারসী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র স্রোতে দিঘিরপাড় অংশের শহররক্ষা বাঁধ ভেঙে যায়। এতে নদীর পানি প্রবেশ করে উপজেলার ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল থেকেই উপজেলার বিভিন্ন জায়গায় পানি প্রবেশ শুরু করে। পানি উঠেছে ঝিনাইগাতী শহরেও। ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক, সরকারি অফিসসহ অর্ধশতাধিক মাছের ঘের। শুধু তাই নয়, এতে করে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। অনেকেই যানবাহন নিয়ে বের হতে পারছেন না।

স্থানীয় এলাকাবাসী মোরাদ হাসান ঢাকা পোস্টকে জানান, টানা বর্ষণে নদীর পানি ক্রমেই বেড়ে যাচ্ছ। আমার নিজ এলাকা খৈলকুড়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেকে রাস্তার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

আনোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢ‌লে ঝিনাইগাতী সদর উপ‌জেলা কম‌প্লেক্স চত্বর প্লা‌বিত হয়েছে। প্রবল বেগে উপজেলা কমপ্লেক্স চত্বরে পানি প্রবেশ করছে। নির্বাচন অফিসের নিচতলাসহ অনেক অফিসে হাঁটুপানি দেখা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, ভোরের দিকে পানি প্রবেশ শুরু করেছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল খান সৌরভ/এমএসআর