তিন দিনের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার দিলেন নাটোরের ডিসি
নাটোর আধুনিক সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বুধবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়ের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৬ জুন) জেলা প্রশাসক নাটোর আধুনিক সদর হাসপাতাল পরির্দশন শেষে বলেছিলেন, যেকোনো বিষয়ে জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।
বিজ্ঞাপন
সিলিন্ডার হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নামিদ সারোয়ার, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা সালাউদ্দিন আল মওদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের যেকোনো বিষয়ে জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে এবং করোনা রোগীদের চিকিৎসা সেবা আরো গতিশীল করার জন্য আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারের নির্দেশ মোতাবেক এ মহামারি মোকাবিলায় সরকার গৃহিত পদক্ষেপ আমরা যথাযথভাবে মেনে চললে করোনা ব্যাপক বিস্তার লাভ করতে পারবে না। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। আমরা যদি সরকারের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে পারি তবে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারব। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
তাপস কুমার/এমএএস