৩০ জুন সিলেট বিভাগের খবরাখবর
সিলেটে ২৪ ঘণ্টায় বিভাগে ২৬২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন আরও ৩ রোগী। বুধবার (৩০ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬২ জন।
এছাড়া কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি বেড়েছে সিলেটের প্রতিটি নদ-নদীর পানি। সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী তিন থেকে চারদিন বৃষ্টি অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার বলেন, ৪৮ ঘণ্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত এবং উজানে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির কারণে নদীগুলোর পানি বাড়ছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বেড়েছে। তাই নিচু এলাকার বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে। ভারী বর্ষণে ধান ও বর্ষাকালীন সবজি জমি ছুঁই ছুঁই করছে ঢলের পানিতে। সুরমা নদীতীরবর্তী গ্রামের একাধিক সড়ক ডুবে গেছে। এদিকে পাহাড়ের পাদদেশের তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের বিভিন্ন সড়কে উঠেছে পানি। এ কারণে তাহিরপুরের সঙ্গে জেলা সদরসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে দেশের ১৩ উপকেন্দ্রের মধ্যে সেরা উপকেন্দ্র নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্র। ২৭ জুন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বুধবার (৩০ জুন) সকালে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা ও আব্দুর রাকিব জানান, রংপুর, মাগুরা, জামালপুর, ঈশ্বরদী, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি উপকেন্দ্র রয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, ২০২০-২১’ বাস্তবায়নে বছর শেষে সামগ্রিক মূল্যায়নে বিনা উপকেন্দ্র সুনামগঞ্জকে সেরা অফিস হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচরে বড় ভাইকে খুঁজতে গিয়ে ছোট ভাই নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে দুই ভাই নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুইজন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিচারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার কাজ চলছে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে বুধবার (৩০ জুন) রুনা আক্তার (১৮) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডায়রিতে ‘আমি জীবনকে ঘৃণা করি’ লিখে তিনি আত্মহত্যা করেছেন বলে কমলগঞ্জ থানার এসআই মহাদেব নিশ্চিত করেছেন। আত্মহত্যাকারী কিশোরী আলিনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশিফিউল আলম আজাদ।
তুহিন আহমদ/এমএসআর