খুলনা বিভাগের ৩০ জুনের খবরাখবর
খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ঊদ্ধমুখী। অদৃশ্য এ ভাইরাসের ভয়াল থাবায় প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। ১৩০ শয্যার করোনা হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ২০১ জন। শয্যা সংকটে রোগীদের ফ্লোরে রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৭ জন। মৃতদের মধ্যে খুলনারই ৭ জন রয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় মহানগরীতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৯ জনকে ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেন।
এছাড়া খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ সরকারের সময়োপযোগী ঘোষণা অবহিত করে সাধুবাদ জানিয়েছেন খুলনা প্রেস ক্লাবের নেতারা। বুধবার খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
এদিকে খুলনা লায়ন্স ক্লাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। বুধবার খুলনা লায়ন্স ক্লাব ভবনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২০২০-২১ সালের প্রেসিডেন্ট ডা. শাহানা রাজ্জাক আলী নবনির্বাচিত প্রেসিডেন্ট কুদরত-ই-খুদার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে মাছের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার কারণে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পুকুর মালিক গাজী জাহাঙ্গীর হোসেন।
যশোর প্রতিনিধি জানান, করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে যশোর। বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৬৮৮টি নমুনা পরীক্ষায় ২৮১ জনের করোনা পজিটিভ এসেছে। এদিন শনাক্তের হার ৪১ শতাংশ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৩ জন মারা গেছেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। বুধবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীলদলের নতুন কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ কবীর। একইসঙ্গে যবিপ্রবির সাতটি অনুষদের অনুষদভিত্তিক কমিটিও ঘোষণা করা হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৭৫ জনের। মোট মারা গেছেন ২১১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৩ জন।
অপরদিকে জামানতের ভুয়া পে-অর্ডার জমা দিয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের একটি সেতুর টোল আদায়ের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজের মেয়াদ শেষে সড়ক ও জনপথ বিভাগ ওই পে-অর্ডার ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ক্যাশ করতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কুষ্টিয়া সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, সোমবার পে-অর্ডার দুটি ব্যাংকে ক্যাশ করতে গিয়ে ধরা পড়ে এ দুটি আসল নয়, জাল। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে।
বাগেরহাট প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় ২৬৪ নমুনা পরীক্ষায় নতুন করে ৯১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা যাননি কেউ। ফলে কমেছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। আক্রান্তের হার ৩৪ দশমিক ৪৬ শতাংশ। এরআগে ২৯ জুন শনাক্তের হার ছিল ৫১ শতাংশ। বুধবার (৩০ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (৩০জুন) সকালে সীমান্তবর্তী মাটিলা ও শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেলে একজন ও খুলনা মেডিকেলে একজন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। একইসঙ্গে ৫৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সাতক্ষীরায় পাঁচ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলার বালিথা এল্লারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কিশোরকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র পাঠানো হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, মুক্তিপণের দাবিতে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের ইশারায় তৃতীয় শ্রেণির ছাত্র আবির হোসেনকে (১১) অপহরণ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করা পর এখন নিহতের পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বুধবার (৩০ জুন) চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন নিহত আবির হোসেনের মা রোজিনা খাতুন।
নড়াইল সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৬ নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭১.৪২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২৪ জন ও কালিয়া উপজেলায় ১৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২ হাজার ৬৬৮ জনের, সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।
মাগুরা সংবাদদাতা জানান, বুধবার সকাল ৯টার দিকে মাগুরায় শহরের হাসপাতাল পাড়ায় নিজ বাড়ি থেকে মানিক লাল (৪০) নামের পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক একই এলাকার মৃত বাবু লালের ছেলে। এ ঘটনার তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
এদিকে মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬১ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন।
মেহেরপুর সংবাদদাতা জানান, ২৪ ঘণ্টায় করোনায় জেলার তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ করোনা হাজার ৮১৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৪ জন।
মোহাম্মদ মিলন/এমএসআর