২২ দিন শুঁটকি খেয়ে বেঁচে ছিলেন ১৮ জেলে
তৃষ্ণা মেটাচ্ছেন উদ্ধার হওয়া এক জেলে
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ভাসমান অবস্থায় পটুয়াখালীর ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে গেলে ১৭ ডিসেম্বর থেকে সাগরে ভাসমান অবস্থায় ছিল ফিশিং ট্রলারটি। এর পর থেকে জেলেরা শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচে ছিলেন।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন থেকে ৮৩ নটিক্যাল মাইল দূরে ট্রলারটিকে দেখতে পায় নৌবাহিনীর জাহাজ 'নির্মূল' ও অতন্দ্র।
বিজ্ঞাপন
পরে এসব জেলেকে জাহাজে উঠিয়ে খাবার, চিকিৎসাসহ নানা বিষয়ে সহযোগিতার পর শনিবার (৯ জানুয়ারি) কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আসিফ মোহাম্মদ আলী।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— কাশেম কেরাণী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল (২৭), আজিজ (২৩), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসূফ (৩৬), রমজান (৩৫), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।
বিজ্ঞাপন
নৌবাহিনী সূত্রে জানা যায়, গেল ৯ ডিসেম্বর পটুয়াখালী থেকে ১৮ জন মাঝি-মাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ১৭ ডিসেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর থেকে ২২ দিন ধরে তারা কূলে ফিরতে পারেনি। এ সময় জেলেরা শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচে ছিলেন।
পরে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র তাদের দেখে জাহাজে তুলে নেয়। শারীরিকভাবে বিপর্যস্ত জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বস্ত্র প্রদান করা হয়। পরে বিকল ইঞ্জিন চালু করে সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার আসিফ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, ১৮ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। এসব জেলেদের নিরাপদে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এমএসআর