পিরোজপুর জেলার ৭ উপজেলাতে সকাল থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মাঠে রয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দোকান বন্ধ রয়েছে।

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলায় ৩ জন এবং ভাণ্ডারিয়ায় ১ জন মারা গেছেন। জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৪৫ শতাংশ।

করোনায় মৃতরা হলেন সদর উপজেলার ব্রাক্ষ্মণকাঠী এলাকার আকুলী রাণী সাহা (৭৫), নরখালী এলাকার এনায়েত হোসেন (৫৭), মাছিমপুর এলাকার দিনা আফরোজ (৫০), ভাণ্ডারিয়া উপজেলার ইকরি এলাকার তেজাম্বর (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলাতে ১০ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৭৫ জন পজিটিভ হয়েছেন। এদের মধ্যে ৪০ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৮৪ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৪৫ শতাধিক রোগী।

২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে সদরে ২৭ জন, নাজিরপুরে ১০ জন, ভাণ্ডারিয়ায় ২ জন, নেছারাবাদে ১৩ জন, মঠবাড়িয়ায় ১০ জন রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৫ জন। হাসপাতালে ১০০ বেডের বিপরীতে ভর্তি আছেন ১৪০ জন।

সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী জানান, ২৪ ঘণ্টায় ১৮২ স্যাম্পল পরীক্ষা করে ৮০ জনকে পজিটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৮ জন এবং আইসোলশনে ১৭ জনসহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছেন। জেলায় ৪ জন রোগী মারা গেছেন।

আবীর হাসান/এমএসআর