কুমিল্লার হোমনার চারকুড়িয়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) ভোরে চারকুড়িয়া গ্রাম থেকেই তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হোমনার চারকুড়িয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫), মৃত মজিবুরের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চারকুড়িয়া গ্রামে গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক দুইটায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে গ্রাম্য সালিশি বৈঠকে বিষয়টি দীর্ঘদিন ধরে গোপন রেখে সমাধান করার চেষ্টা চালালে তা ব্যর্থ হয়। পরিবার পরে পুলিশকে জানায়।

হোমনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ধর্ষণের বিষয়টি অবগত হলে তার নেতৃত্বে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, এসআই মো. আশেকুল ইসলাম, এএসআই রফিক, এএসআই মোরশেদসহ  শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে চার ধর্ষককে আটক করেন।

এ বিষয়ে হোমনা থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এনএ