ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্থানীয়দের ধাওয়ায় লাফ দিয়ে পালাতে গিয়ে মারা গেল একটি নীলগাই। শুক্রবার (২ জুলাই) দুপুরে ধর্মগড় মুক্তার বস্তি থেকে নীলগাইটির মরদেহ উদ্ধার করে প্রশাসন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা।

ইউএনও (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা বলেন, দুপুরের দিকে ধর্মগড় মুক্তার বস্তিতে একটি নীলগাই দেখে স্থানীয়রা ধরার চেষ্টা করে। এ সময় প্রাণে বাঁচতে নীলগাইটি একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে জানালা দিয়ে লাফ দিয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে পশুটি। 

তিনি আরও বলেন, পরে স্থানীয় পশুচিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও নীলগাইটিকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া আমরা উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজন হলে ময়নাতদন্ত করা হবে।

নাহিদ রেজা/এমএসআর