সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। আর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১৬ যানবাহন আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চেকপোস্টে এসব গাড়ি আটক করা হয়।

পুলিশ জানায়, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এসএমপি পুলিশ কর্তৃক বিভিন্ন চেকপোস্টে এবং ডিউটি স্থলে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন যানবাহন আটক করা হয়।

এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেট কার ১১টি, অন্যান্য যানবাহন ৬টি সহ সর্বমোট ৯৪টি যানবাহনে মামলা দেওয়া হয়। পাশাপাশি অটোরিকশা ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেট কার ৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি সহ সর্বমোট ১১৬ যানবাহন আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে সিলেটের বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি আটককে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। সদুত্তর না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুহিন আহমদ/এমএসআর