ঘর প্রদান অনুষ্ঠানে সুবিধাভোগীরা

‘মুজিববর্ষে কেউ থাকবে না গৃহহীন’ সরকারের এই প্রত্যয় সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪৮ গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার ‘জমি আছে, ঘর নেই’ এরূপ আরও ৫২ পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে গৃহহীন পরিবারের মাঝে লটাটির মাধ্যমে ঘর হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা উপজেলার কারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বাঙ্গালপাড়ায় ঘরগুলো তৈরি করা হয়েছে। 

এতে ৪৮ গৃহহীন পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন ইমাম ও আটজন প্রতিবন্ধী পরিবার রয়েছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমরা গরিব মানুষ। এতদিন থাকার কষ্ট করেছি। সেই কষ্ট দূর হয়ে গেল। এতে আমরা খুব খুশি।

ঘরের সামনে দাঁড়িয়ে সুবিধাভোগী পরিবার

ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব ও অহংকার। মুজিববর্ষে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ভেড়ামারা উপজেলার গৃহহীন ৪৮ পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। শিগগিরই উপজেলার বিভিন্ন গ্রামের আরও ৫২ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, ৪৮ গৃহহীন পরিবারকে ২৪/৩১ ফুটের সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এতে দুটি বেডরুম, একটি কিচেন, টয়লেট ও টিউবওয়েলও বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৫৫ হাজার। বরাদ্দ ১০০ ঘরের মধ্যে ৪৮ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছি।

এমএসআর