কুমিল্লায় ৫২০ অসহায়কে শীতবস্ত্র দিল সেনাবাহিনী
কুমিল্লা সেনাবাহিনীর ৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে জেলার বুড়িচং উপজেলায় স্থানীয় ৫২০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার নিমসার ইউনিয়নের শিকারপুর এলাকায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ৬ ইস্ট বেঙ্গল টিম অধিনায়ক লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫২০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ ওই শীতবস্ত্র বিতরণ করে।
বিজ্ঞাপন
গত ২৭ ডিসেম্বর থেকে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ৬ ইস্ট বেঙ্গল নিমসার এলাকায় শীতকালীন অনুশীলন শুরু করে। অনুশীলনের শুরু থেকেই বিভিন্ন সময়ে স্থানীয় গরিব-দুস্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরী বলেন, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়ার উদ্যোগে ১০১ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় প্রতিবছরের মতো এ বছরও এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে নিমসার ইউনিয়নের স্থানীয় গরিব, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের আর্তমানবতার সেবা ও দেশগঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. মাহফুজ আলমসহ অন্যান্য সদস্য।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ৬ ইস্ট বেঙ্গল নিমসার এলাকায় শীতকালীন অনুশীলন শুরু করে। অনুশীলনের শুরু থেকেই বিভিন্ন সময়ে স্থানীয় গরিব-দুস্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ছাড়া প্রতিবছরই শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় দুস্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করে থাকে।
এনএ