টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (০৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- অ্যাম্বু‌লেন্সের চালক সিরাজগ‌ঞ্জের উল্লাপাড়ার চালা গ্রা‌মের আল মামু‌নের ছে‌লে সাদ্দাম হো‌সেন (২৯), ক্যানসার আক্রা‌ন্ত চট্টগ্রাম ই‌পি‌জে‌ডের ত্রিপোর্ট এলাকার মোক‌সেদের স্ত্রী ফ‌রিদা (৩৬), নিহত ফ‌রিদার মে‌য়ে মা‌রিয়া আক্তার (১৫), একই এলাকার ই‌লিয়া‌সের স্ত্রী এবং নিহত ফ‌রিদার আত্মীয় ফের‌দৌসী বেগম (৪০), চাল‌কের সহকা‌রী ও সিরাজগ‌ঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রা‌মের রাজ্জাক মন্ড‌লের ছে‌লে জু‌য়েল (২৮)।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, চট্টগ্রাম থে‌কে অ্যাম্বু‌লেন্সে করে ক্যানসার আক্রান্ত ফ‌রিদা‌কে তার স্বজনরা সিরাজগ‌ঞ্জের এনা‌য়েতপুর খাজা ইউনুছ আলী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে থেরাপি দি‌তে নি‌য়ে যা‌চ্ছিল। এ সময় উপজেলার হাতিয়া এলাকায় ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও সাতজন। 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল ফাঁ‌ড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজন মারা গে‌ছে। ত‌বে এখনো তার প‌রিচয় পাওয়া যায়‌নি।

অভিজিৎ ঘোষ/এসপি