বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন অনুদানের চেক
বান্দরবান বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে বান্দরবান চৌধুরী মার্কেট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ও পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিতরণকৃত এই অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ ডিসেম্বর বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি দোকানের মালিককে ২৫ হাজার টাকা করে ৩ লাখ ২৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় বীর বাহাদুর উশৈসিং বলেন, আগুন থেকে রক্ষা পেতে নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুতের তার মাঝেমধ্যে পরীক্ষা করতে হবে। রাখতে হবে অগ্নিনির্বাপক যন্ত্র। আমাদের সতর্কতাই আমাদের জীবন ও পণ্য রক্ষা করতে পারে।
বিজ্ঞাপন
গত ২৪ ডিসেম্বর বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি দোকানের মালিককে ২৫ হাজার টাকা করে ৩ লাখ ২৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার,পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এনএ