ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মো. জাহিদুর রহমান ওরফে জিন্না (৫৭) নামে এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন। মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান জানান, মো. জাহিদুল গত ৩ জুন জ্বর ও কাঁশিতে আক্রান্ত হলে ৫ জুন মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ৬ জুন তার শরীরে করোনা পজিটিভ আসে। তাকে ১১ জুন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২০ জুন তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে ১৩ দিন করোনার সঙ্গে লড়ে শনিবার (৩ জুলাই) দুপুরে মারা যান তিনি ।

প্রসঙ্গত, ফরিদপুরের মধুখালীতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন নয়জন। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এ উপজেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৭৩৩ জনের।

এমএএস