রিকশাচালক হত্যা: ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার
গ্রেফতার সেলিম মিয়া
সাভারের আশুলিয়ায় রিকশাচালক মিন্টু হত্যাকাণ্ডের অন্যতম আসামি সেলিম মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাশিদুল ইসলাম।
এর আগে শনিবার (৯ জানুয়ারি) বিকেলে সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাভারের ছিনতাই চক্রের অন্যতম সদস্য।
বিজ্ঞাপন
গ্রেফতার সেলিম মিয়া সাভারের জামসিং এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। মিন্টু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। একই এলাকা থেকে গত ১৯ নভেম্বর আলী হায়দার নাহিদকে গ্রেফতার করা হয়।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর সাভারের জামসিং এলাকা থেকে মিন্টু হত্যার প্রধান আসামি আলী হায়দার নাহিদকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়ি উদ্ধার করা হয়। তাকে আটকের প্রায় ১ মাস ১৯ দিন পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে একই এলাকা থেকে হত্যাকারী সোহেলকে গ্রেফতার করা হয়। তারা মূলত অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের শক্তিশালী চক্রের সদস্য।
বিজ্ঞাপন
পিবিআই পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাশিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিন্টু হত্যার দ্বিতীয় আসামিকে সাভারের জামসিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর হাউজিং এলাকায় ব্যাটারি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে মিন্টু শেখ (৩৫) নামের ওই রিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি সাভারের ছায়াবিথি এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন।
এমএসআর