সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর
প্রতীকী ছবি
সিলেট নগরের বিমানবন্দর-খাসদবির সড়কে ট্রাকচাপায় ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আতাউর রহমান কুটি (৩৫)। তিনি খাসদবির এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ বলেন, বিমানবন্দর এলাকা থেকে আসা একটি ট্রাক খাসদবির এলাকায় এসে আতাউর রহমানের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আতাউর মহানগর ছাত্রদলের গত কমিটির সদস্য ছিলেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে চলে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এমএসআর