প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পেয়েছে রাজশাহী নগরীর করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত আরও ৩ হাজার ৬০০ পরিবার। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রোববার (৪ জুলাই) বিকেলে ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, খাদেমুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ৪০০ জন, রুয়েট অডিটেরিয়ামে ২৮ নম্বর (পশ্চিম) ওয়ার্ডের ৩৫০ জন, রাবি স্কুলে ২৮ নম্বর (পূর্ব) ওয়ার্ডের ৪০০ জন, ডাঁশমারি হাইস্কুলে ২৯ নম্বর ওয়ার্ডের ৪০০ জন, ইসলামিয়া কলেজে ৩০ নম্বর (দক্ষিণ) ওয়ার্ডের ৪০০ জনসহ মোট ৩৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে দুপুরের পর থেকে সমবেত হতে শুরু করেন উপকারভোগীরা। পরে সামাজিক দূরত্ব  ও স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল পেয়েছে প্রতিটি পরিবার।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফমআ জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির প্রমুখ।

এর আগে গত ৩০ জুন নগরীর আরও ৩ হাজার ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়। রাসিক জনসংযোগ দফতর জানায়, প্রধানমন্ত্রীর সহযোগিতায় নগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্যসহায়তা প্রদান অব্যাহত রেখেছেন রাসিক মেয়র।

সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করে যাচ্ছেন তিনি। গত বছরের ২৮ মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারিভাবে প্রাপ্ত ১ হাজার ৫৯৪ দশমিক ৮৫ টন চাল ১০ কেজি করে ১ লাখ ৫৯ হাজার ৪৮৫ জনের মাঝে বিতরণ করে রাসিক।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর