দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে অটোরিকশার ধাক্কা, বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে
চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই নজির আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন। শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজির আহমেদ দর্শনার পরানপুর গ্রামের মৃত মোবারেক আলীর ছেলে। আহতরা হলেন-নজির আহমেদের স্ত্রী জাহান্নারা খাতুন (৫৫), দর্শনা নাস্তিপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী নাজিরা খাতুন (৩২), তাদের ছেলে নাহিদুল ইসলাম (২), রামনগর গ্রামের চান মিয়ার স্ত্রী শাহান্নারা খাতুন (৪০) ও মোহাম্মদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক সুজন আলী (২৫)।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রাতে কাজ শেষে সিএনজি অটোরিকশাযোগে দর্শনায় আসছিলেন কয়েকজন যাত্রী। অটোরিকশাটি দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পরে সিএনজিটি সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কেরু অ্যান্ড কোম্পানির একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির অটোরিকশার যাত্রী নজির আহমেদ। আহত হন শিশুসহ পাঁচজন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতরা সবাই আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, দুর্ঘটনার কবলে পড়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহত নজির আহমেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসপি