চাঁদা তোলায় পুলিশ সদস্যকে গণপিটুনি
মো. সালা উদ্দিনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক পুলিশ সদস্য চাঁদা উত্তোলনের অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন। সোমবার (৫ জুলাই) উপজেলার উদ্ববগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপরই তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম মো. সালা উদ্দিন। তিনি সোনারগাঁ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদশী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার উদ্ববগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে পুলিশ কনস্টেবল সালা উদ্দিন সবজি নিয়ে বাজারে প্রবেশ করার সময় চাঁদা আদায় করতেন। সোমবার সকালে এক সবজি ব্যবসায়ী তাকে ২০০ টাকা চাঁদা দিলে আরও টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় তিনি ব্যবসায়ীদের ওপর চড়াও হন। পরে ব্যবসায়ীরা একত্র হয়ে ওই কনস্টেবলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
সবজি ব্যবসায়ী মোস্তাক হোসেন ও খলিলুর রহমান জানান, পুলিশ কনস্টেবল সবজি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা তুলতেন। চাঁদার টাকা কম দেওয়ায় আমাদের ওপর চড়াও হন এবং মারধরের চেষ্টা চালান। পরে ব্যবসায়ীরা একত্র হয়ে তাকে আটক করে রাখি। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, এ ঘটনার পর পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শেখ ফরিদ/এনএ