কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গে মারা গেছেন।

সোমবার (০৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. অনুপম ভট্টাচার্য।

মারা যাওয়া সাতজন হলেন- পাকুন্দিয়া উপজেলার রহিমা আক্তার (৭৩) ও তাহের উদ্দিন (৬৫), তাড়াইল উপজেলার কাঞ্চন (৩৭) ও সোমা আক্তার (২৮), কটিয়াদী উপজেলার ফরিদা বেগম (৬০), করিমগঞ্জ উপজেলার চম্পা (৪০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার সফর আলী (৮৫)।

ডা. অনুপম ভট্টাচার্য বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২০টি শয্যা থাকলেও বর্তমানে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ১০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৭০ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২৯৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০০ শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ মেডিকেল কলেজ হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সুবিধাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসকে রাসেল/এসপি