কুমিল্লায় করোনা কেড়ে নিল সাতজনের প্রাণ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৬ জন, আদর্শ সদর উপজেলার ১৪ জন, সদর দক্ষিণে ৭ জন, বুড়িচংয়ের ১১ জন, ব্রাহ্মণপাড়ার ১১ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া চান্দিনার ১৫ জন, চৌদ্দগ্রামের ১৫ জন, দেবিদ্বারের ১০ জন, দাউদকান্দির ২৫ জন, লাকসামের ২২ জন, লালমাইয়ের ৫ জন, নাঙ্গলকোটে ৯ জন, বরুড়ায় ২৭ জন, মুরাদনগরের ১৭ জন ও তিতাসের ৬ জন ও মেঘনায় ৩ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় জেলায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা নগরীর তিনজন, বরুড়ার দুইজন, আদর্শ সদরের একজন ও সদর দক্ষিণের একজন রয়েছেন।
বিজ্ঞাপন
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় ১৫ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০০ জন।
এমএসআর