নারায়ণগঞ্জে সেই ইউএনওর মহানুভবতা
‘৩৩৩’ এ ফোন দিয়ে খাদ্যসহায়তা চেয়ে জরিমানার শিকার হওয়ার ঘটনায় বেশ সমালোচিত হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা। যদিও ওই এলাকার ইউপি মেম্বারের মিথ্যাচারের কারণে সেই ঘটনাটির সূত্রপাত হয়েছিল। সেই ইউএনও আরিফা জহুরা এবার মহানুভবতার পরিচয় দিয়েছেন।
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় নিষিদ্ধ ব্যাটারিচালিত ১৫টি অটোরিকশা আটকে দিলেও তাদেরকে ৭ দিনের খাবার তুলে দিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ জুলাই) সদর উপজেলা পরিষদ চত্বরে এই খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ইউএনও আরিফা জহুরা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকায় মঙ্গলবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একে একে ১৫টির মতো অটোরিকশা আটক করি। ওই সময় চালকরা বলেন, নিষিদ্ধ জেনেও আমরা পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। আমাদের অটোরিকশা আটকে রাখলে না খেয়ে থাকব।
আরিফা জহুরা বলেন, অটোচালকদের এমন মানবিক আবেদন আমার মনকে নাড়া দেয়। কারণ, আমরা আইন প্রয়োগ করছি কিন্তু এরা এই দেশেরই নাগরিক। জেলা প্রশাসন থেকে আমরা কর্মহীনদের আগে থেকেই খাদ্যসহায়তা করে আসছি, তাই আমি বিষয়টি জেলা প্রশাসককে জানাই।
বিজ্ঞাপন
ডিসিকে জানালে তিনি অটোচালকদের লকডাউন চলাকালীন আগামী ৭ দিনের খাবার দেওয়ার নির্দেশ দেন। আমরা উপজেলা পরিষদে এসে ওই চালকদের ৭ দিনের পরিমাণ মতো খাদ্যসহায়তা দিয়েছি।
অটোচালক সুমন, রহিম, মুজিবসহ কয়েকজন বলেন, আমাদের অটো আটক করাটা তাদের কাজ। সব জায়গায় লকডাউনে অটো আটক করা হচ্ছে কিন্তু এভাবে খাদ্যসহায়তা দেওয়ার কথা শুনি নাই। শাসন তাকে মানায় যে সোহাগ করতে জানে।
বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের আইন প্রয়োগ করব। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশ যেন কেউ না খেয়ে থাকে। তাই অটোচালকদের খাবার তুলে দেওয়া হয়েছে।
রাজু আহমেদ/এমএসআর