কুমিল্লায় খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের পাশে সেনাবাহিনী
কুমিল্লায় কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (০৬ জুলাই) সকালে কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের পক্ষ থেকে কুমিল্লা জিলা স্কুল মাঠে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেল।
বিজ্ঞাপন
খাদ্যসামগ্রী বিতরণকালে সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাব্বির হাসান (পিএসসি) বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অসহায়, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরএআর
বিজ্ঞাপন