নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স শিগগিরই চালু হবে : ডিসি
নবনির্মিত নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ
নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, খুব শিগগিরই নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা পাবেন রোগীরা। স্বাস্থ্য বিভাগ জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করলেই এটি উদ্বোধন করা হবে। আমরা হাসপাতাল চালুর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। অচিরেই নলডাঙ্গা উপজেলাবাসী এখানে চিকিৎসাসেবা নিতে পারবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে দেশকে রক্ষা করতে চাই। আতঙ্কিত না হয়ে বরং সুরক্ষার মাধ্যমে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য ভয় না পেয়ে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখুন। করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি।
এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে জেলা প্রশাসক শামীম আহমেদ নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী আসামপাড়া গ্রামে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে দেওয়া ঘর পরিদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা, জুতা মেরামতকারী, নাপিতসহ ১৬০ জন দুস্থ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করেন। পরে জেলা প্রশাসক বন্যা পরিস্থিতি দেখতে হালতিবিল পরির্দশনে যান।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, নলডাঙ্গা উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বাস। এখানে ৫০ শয্যার হাসপাতাল চালু হলে খুব সহজেই দূর-দূরান্তের রোগীরাও চিকিৎসাসেবা নিতে পারবে। এটি নলডাঙ্গার মানুষের ভরসাস্থলে পরিণত হবে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই হাসপাতালটি চালু করা হবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে কষ্ট না পায় সেজন্য আমরা সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আশা করি সবার সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ থেকে জনবল নিয়োগ করা মাত্রই হাসপাতালটি উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলেই দেশকে রক্ষা করতে চাই। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি।
তাপস কুমার/আরএআর