সারাদেশের মতো পিরোজপুরের ৭ উপজেলায় চলছে সরকারঘোষিত কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মাঠে রয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে জেলার প্রয়োজনীয় দোকানের বাইরে সব দোকান বন্ধ রয়েছে।

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে কাউখালী উপজেলায় ২ জন এবং ভাণ্ডারিয়ায় ১ জন মারা গেছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। জেলা হাসপাতালে ৪৪ জন ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৫২ দশমিক ১৭ শতাংশ।

করোনায় মৃতরা হলেন কাউখালী উপজেলার কাঠালিয়া এলাকার নজরুল ইসলাম (৬৫), উপজেলার কুমিয়ান এলাকার নজরুল ইসলাম (৪০), ভাণ্ডারিয়ার ধাওয়া পশারীবুনিয়া এলাকার সুখ রঞ্জন দাস (৮০)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলাতে ১০ হাজার ৮০০ নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৮৩ জন পজিটিভ হয়েছেন। এদের মধ্যে ৪৩ জন মারা গেছেন এবং ১ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে সদরে ১৩ জন, নাজিরপুরে ৩ জন, ভাণ্ডারিয়ায় ২০ জন, নেছারাবাদে ২৩ জন, মঠবাড়িয়ায় ১২ জন রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৮৩ জন। হাসপাতালে ১০০ বেডের বিপরীতে ভর্তি আছেন ১৩৫ জন।

সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী জানান, ২৪ ঘণ্টায় ১৮১ স্যাম্পল পরীক্ষা করে ৮৪ জনকে পজিটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ৩৫ জন এবং আইসোলশনে ৯ জনসহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছেন।

জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন জানান, জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি না মানায় আজ ২৩টি মামলায় ৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা চলমান রয়েছে।

আবীর হাসান/এমএসআর