পাহাড়ে ডাকাত ধরতে গিয়ে মিলল বিস্ফোরকদ্রব্য অস্ত্র
কক্সবাজারের রামুর গর্জনীয়ার পাহাড়ি এলাকায় একদল ডাকাত অবস্থান করছে এমন খবর অভিযানে যায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা। এ সময় তাদের অবস্থান টের পেয়ে পালিয়ে যান ডাকাতরা। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে রামুর গর্জনীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাকির হোসেনের বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। ওই স্থানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই স্থানে আকাশমনি গাছের বাগান তল্লাশি করে দেশীয় তৈরি এলজি বন্দুক ১টি, পিস্তল ১টি (এলজি), বন্দুকের কার্তুজ ৩ রাউন্ড ও ৩ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক (দেশীয়) উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক রামু থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসআর