বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিলেন নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। মঙ্গলবার (৬ জুলাই ) বিকেলে ফিরিয়ে আনা ২০ হাজার ৩০০ টাকা মালিক আজাদের হাতে তুলে দেন তিনি।

জানা যায়, হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আজাদ সোমবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিকাশের মাধ্যমে  আত্মীয়কে ২০ হাজার ৩০০ টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল হয়ে অন্য এক ব্যক্তির নম্বরে চলে যায়।

আজাদ ওই টাকা তার কাছে ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন এবং মোবাইল নম্বর বন্ধ করে দেন। টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে মো. আজাদ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমাকে জানালে আমি নিজেই তদন্ত করি এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে টাকা উদ্ধারের জন্য কাজ শুরু করি।

তিনি আরও বলেন, তদন্তে জানতে পারি ভুলে যাকে টাকা পাঠানো হয়েছে তার বাড়ি হাতিয়া উপজেলায়। আজ কৌশলে সেই টাকা উদ্ধার করে মালিক মো. আজাদের হাতে তুলে দেই।

টাকা ফিরে পেয়ে আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমি কখনো ভাবী নাই এত দ্রুত টাকা ফিরে পাব। ওসি স্যার আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমি স্যারের প্রতি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ থাকব।

হাসিব আল আমিন/এমএসআর