নোয়াখালী সদর উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে তাসলিমা আক্তার (১৮) নামে এক নববধূ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। 

নিহত তাসলিমা আক্তার উপজেলার আন্ডারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, গত ৩০-৩৫ দিন আগে পার্শ্ববর্তী লক্ষীপুর সদর উপজেলার এক ছেলের সঙ্গে তাসলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি পেটের ব্যথাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসক দেখালেও তার রোগ ভালো হয়নি। মঙ্গলবার দুপুরের দিকে তাসলিমা পেটের ব্যথা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাসলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারেরও দাবি- পেটের ব্যথা সহ্য করতে না পেরে তাসলিমা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

হাসিব আল আমিন/আরএআর