নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ঘরগুলো একেকটি পরিবারের স্বপ্ন। ভূমিহীনদের ঘর করে দেওয়ার এই উদ্যোগ খুবই ভালো। সরকারের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিকভাবে তাদের সহযোগিতা করা হবে। 

মঙ্গলবার (০৬ জুলাই) বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার কাদিম সাতুরিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘরে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং যে কোনো ধরণের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রায় একই ধরনের প্রতিটি ঘর নির্মাণে খরচ পড়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ অন্যান্য সুবিধা। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন প্রমুখ  উপস্থিত ছিলেন। 

তাপস কুমার/আরএআর