নেত্রকোনায় এক বছরে ২২১ জনের অস্বাভাবিক মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনায় গত এক বছরে ২২১ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এসব মৃত্যুর মধ্যে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ মারা গেছেন।
২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে ২০১৯ সালে জেলায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৭৪ জনের। তথ্যমতে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েছে।
বিজ্ঞাপন
এসব অস্বাভাবিক মৃত্যুর মধ্যে সড়ক দুর্ঘটনা ছাড়াও হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা রয়েছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, জেলায় ২০২০ সালের জানুয়ারি মাসে ৬টি, ফেব্রুয়ারিতে ১৬টি, মার্চে ১৮টি, এপ্রিলে ২১টি, মে মাসে ১৪টি, জুনে ২৬টি, জুলাইয়ে ২৩টি, আগস্টে ২৫টি, সেপ্টেম্বরে ২২টি, অক্টোবরে ২৬টি, নভেম্বরে ১৩টি ও ডিসেম্বর মাসে ১১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
তবে জেলার সচেতন বিশ্লেষকরা বলছেন, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি ঘটেছে।
কারণ, অনেক সময় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেলে পুলিশি হয়রানি কিংবা ময়নাতদন্তে কাঁটাছেড়ার ভয়ে প্রশাসনকে না জানিয়ে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করায় তা সরকারি হিসাবে নথিভুক্ত হয় না।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) নেত্রকোনা জেলা শাখার সংগঠক সাংবাদিক আলপনা বেগমের সঙ্গে কথা হয়।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তায় কীভাবে গাড়ি চালাতে হয়, সেই সব নিয়মকানুন সম্পর্কে চালকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়িচালক হিসেবে গড়ে তুলতে হবে।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে তার জন্য ট্রাফিক বিভাগকে আরও সততা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, জেলায় অস্বাভাবিক মৃত্যু রোধে পুলিশ সব সময় তৎপর রয়েছে।
এমএসআর