ঘিওরে ঘর পাচ্ছেন ২৫ গৃহহীন পরিবার
ঘিওরে সরকারি আশ্রায়ণ প্রকল্পের গৃহনির্মাণ কাজের তদারকি করছেন ইউএনও আইরিন আক্তার
মানিকগঞ্জের ঘিওরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৫ গৃহহীন পরিবার বিনামূল্যে ঘর পেতে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ হিসেবে গৃহহীনদের এসব ঘর দেওয়া হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াতায় প্রথম পর্যায়ে ঘিওর উপজেলায় ২৫ পরিবারকে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হবে।
ঘিওর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার ঘিওর, বানিয়াজুরী, বড়টিয়া, বালিয়াখোড়া, পয়লা, নালী ও সিংজুরী এই সাতটি ইউনিয়নের মোট ২৫টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটবে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এসব ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে ঘরগুলোতে চলছে প্লাস্টারের কাজ। এরপর শুরু হবে রংয়ের কাজ। গৃহহীন ওইসব পরিবার পাবে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর।
বিজ্ঞাপন
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, সরকারি এ প্রকল্পের কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। মূলত অসহায়, ভূমিহীন ও গৃহহীনরা এ সকল ঘর পাবেন। তবে ঘর বরাদ্দে অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই।
ইউএনও আরও বলেন, মুজিববর্ষে একজনও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ঘরের কাজ।
বিজ্ঞাপন
নির্মাণাধীন ঘরগুলোর সার্বিকভাবে তদারকি করছেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলার প্রকৌশল বিভাগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। প্রতিদিনই খোঁজ খবর রাখতে সরেজমিনে নিজেও যান বলে জানান ইউএনও।
উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি সারাদেশে একযোগে এসব গৃহহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগেই গৃহহীনদের মধ্যে বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর ও দুই শতক জমি হস্তান্তর করা হবে।
এসপি