কুমিল্লায় গোমতী নদী থেকে ফুটবল আনতে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্র জিহাদ হোসেন (১৪) নিখোঁজ হয়েছে। ৪ ঘণ্টা চেষ্টা করেও তার খোঁজ মেলেনি। নিখোঁজ জিহাদ আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস এর লিডার মো. বদিউজ্জামান ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রস্তাবিত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীতে ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে যায়। তারপর জিহাদ ও তার বন্ধুরা বল আনতে নদীতে নামে। কিন্তু জিহাদ গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৪ টায় চাঁদপুর থেকে ডুবুরি দল এসে ৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

জিহাদের বাবা আলমগীর হোসেন জানান, ছেলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে।  ডুবুরি দল চেষ্টা করছে বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার ছেলেটা ফিরে আসে। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জিহাদ সবার ছোট। নিখোঁজের খবরে জিহাদের মা অসুস্থ হয়ে গেছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস আই বিষ্ণু কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও জিহাদের সন্ধান পায়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিসে লিডার মো. বদিউজ্জামান জানান, সাড়ে ৭টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুবুরি দল আবার চেষ্টা করবে। নদীতে এখন অনেক স্রোত। ধারণা করা হচ্ছে জিহাদ ভেসে অন্য কোথাও চলে গেছে। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অমিত মজুমাদর/ওএফ