গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকার একটি বিল থেকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭) রাত সাড়ে ৯টার দিকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৪০ ও ২৮ বছর হবে। তাদের মধ্যে একজনের পরনে লাল গেঞ্জি, জিন্সের প্যান্ট ও অপরজন উলঙ্গ অবস্থায় ছিল।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে। বুধবার রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশাপাশি দুইটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে তারা কোনাবাড়ি থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই দুর্বৃত্তরা তাদের হত্যার বিলের পানি ফেলেছে।

তিনি আরও জানান, মৃত্যু সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো ইনভিস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তাদের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

শিহাব খান/ওএফ