সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নে এক মাংস ব্যবসায়ীর বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ওফাপুর গ্রামের তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শেখ রেজাউল (৬০) ওফাপুর গ্রামের মৃত. শেখ আব্দুল গফুরের ছেলে।

নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন জানান, একই গ্রামের বাসিন্দা মাজেদ ঢালির ছেলে উজ্জ্বল, আফজাল, হৃদয়, আজগর ও ইমান আলী আমার কাছে দীর্ঘদিন ধরে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ার কারণে রাতে দোকানে এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। প্রথমে তারা আমাকে মারপিট করতে থাকে। এ সময় আমার বাবা বাধা দেওয়ায় তাকেও মারপিট করতে থাকে। একপর্যায়ে বাবা মারা যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে শেখ রেজাউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কলারোয়া থানা পুলিশের ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, টাকাপয়সার বিষয় নিয়ে মারামারির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে রেজাউল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি এবং কাউকে আটক করা হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানা যাবে।

আকরামুল ইসলাম/এনএ