টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু
ফাইল ছবি
টাঙ্গাইলে কঠোর লকডাউনেও কমছে না করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। জেলায় এখন পর্যন্ত করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। গত ২৪ ঘণ্টায় ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণের হার ৩৯ দশমিক ৩১ শতাংশ। টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৯ জন।
বিজ্ঞাপন
এদিকে দিন দিন করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। করোনার ভয়াবহতা শহরের চেয়ে গ্রামে বেশি ছড়িয়ে পড়ছে। জ্বর, ঠান্ডাসহ করোনার লক্ষণ দেখা দিলেও গ্রামের লোকজন করোনা পরীক্ষা করাচ্ছে না। ফলে করোনার উপসর্গ নিয়ে তারা মাস্ক ছাড়া হাট-বাজারে চলাচল করছে। এতো সংক্রমণ বাড়ছে। এছাড়া গ্রামের হাট-বাজারগুলোতে নেই কঠোর লকডাউনের প্রভাব। সন্ধ্যার পরও গ্রামের মানুষজন চা স্টল ও দোকানগুলোতে বসে আড্ডা দিচ্ছে। জেলায় কোথাও কোথাও গরুর হাট ও সাধারন হাট বসছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, জেলায় প্রতিদিনই করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১১জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/আরএআর