নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৫ হাজারে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ওই দুই ব্যক্তির মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার এবং অপরজন মহাদেবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত ৯৬ জন মারা গেলেন।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৩ নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ১৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ২৮৪ নমুনা পরীক্ষায় ৩৮ জন শনাক্ত হয়।

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৩ জন, রানীনগরে ৫ জন, আত্রাইয়ে ২ জন, মহাদেবপুরে ৪ জন, মান্দায় ৩ জন, বদলগাছীতে ৩ জন, পত্নীতলায় ৪ জন, ধামাইরহাটে ৩ জন, নিয়ামতপুরে ২ জন এবং সাপাহারে ৬ জন রয়েছেন।

নওগাঁয় গত বছরের ২৩ এপ্রিল প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত ২৭ হাজার ১৭১ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।
 
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, লকডাউন মধ্যেই জেলায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে। একটি প্রবণতা দেখা যাচ্ছে, শহরের চেয়ে গ্রামে বেশি রোগী শনাক্ত হচ্ছে। গ্রামের লোকজন স্বাস্থ্যবিধি না মানায় লকডাউন খুব একটা কাজে আসছে না।

শামীনূর রহমান/এমএসআর