বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেক

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত্যুকালে মাহমুদ গোলাম সালেক স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা করোনা আক্রান্ত হয়ে এই দম্পতি চারদিন আগে ভর্তি হয়েছিলেন।

২০০৩-২০০৪ সালে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ছিলেন মাহমুদ গোলাম সালেক। এছাড়াও তিনি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, জেলা বাস মালিক সমিতি এবং আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (৯ জুলাই) বাদ জুমা বনানী মসজিদ চত্বরে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফনের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

সৈয়দ মেহেদী হাসান/এমএইচএস