গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট ২৬৭ জন মারা গেলেন। মোট ১৩ হাজার ৯৩২ জনে করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মৃত ৩ জনের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে ২ জন এবং ঢাকার একটি হাসপাতালে ১ জন মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান এসব নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত এ নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

তিনি বলেন, এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৪ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৯৩২ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন সাড়ে ১১ হাজার ৬০৩ জন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সর্বশেষ করোনায় আক্রান্ত ৯০ জন এ হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৭ জন আইসিইউতে, করোনা উপসর্গ নিয়ে ৪০ জন আইসোলেশনে এবং আরও ৪১ জন করোনা পজিটিভ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছেন।

শিহাব খান/এনএ