চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মৃত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আনসার ব্যাটালিয়নের এক সদস্য।
রোববার (১১ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া শাখার অগ্রণী ব্যাংকের পাশের একটি ভবনের নিচে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক রতন কর্মকার (২০) বারোঘরিয়া ইউনিয়নের নতুনবাজার এলাকার গীরেন কর্মকারের ছেলে।
বিজ্ঞাপন
জানা যায়, অগ্রণী ব্যাংকের বারঘোরিয়া শাখার পাশের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিল কয়েকজন শ্রমিক। এক সময়ে ট্যাংকে পড়ে যায় রতন কর্মকার। এদিকে করোনা প্রতিরোধে রাস্তায় টহলরত আনসার সদস্য বেলাল হোসেন (৩৬) তাকে উদ্ধার করতে এলে সেপটিক ট্যাংকে পড়ে অসুস্থ হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান জানান, স্থানীয়রা তাদের দুজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নির্মাণশ্রমিক রতন কর্মকারকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে আনসার ব্যাটলিয়ন সদস্য বেলালকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু বলেন, হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছিল। বর্তমানে লাশ মর্গের সামনে রয়েছে।
জাহাঙ্গীর আলম/এমএসআর