রাজশাহী বিভাগে এক দিনে ২৩ জনের মৃত্যু
রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এই এক দিনে বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৫৩ জনের। এর আগে গত ৬ জুলাই বিভাগে ২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। করোনায় এ পর্যন্ত দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল এটি।
এ পর্যন্ত বিভাগে করোনা ধরা পড়ল ৬৬ হাজার ৭১৪ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৩৮ জন। এখনো হাসপাতালে ভর্তি ৮ হাজার ৩৬০ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণ গেছে এক হাজার ৫৩ জনের।
বিজ্ঞাপন
রোববার (১১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ১৫৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮৪ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ২৪৪, পাবনায় ২১৩, বগুড়ায় ১৮৩, নাটারে ১৩৬, জয়পুরহাটে ৩৭, নওগাঁয় ৩৬ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ জনের করোনা ধরা পড়েছে।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিভাগে করোনায় যে এক হাজার ৫৩ জনের প্রাণহানি ঘটেছে তার মধ্যে নাটোরে ৮, বগুড়ায় ৭, জয়পুরহাটে ৩, রাজশাহীতে ২, সিরাজগঞ্জে ২ এবং চাঁপাইনবাবগঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত বগুড়ায় ৪৬৫ জন, রাজশাহীতে ১৯১ চাঁপাইনবাবগঞ্জে ১২২, নওগাঁয় ১০০, নাটোরে ৭৪, জয়পুরহাটে ৪১, সিরাজগঞ্জে ৩৩ এবং পাবনায় ২৭ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর